ফুলবাগান থানা এলাকায় করোনা আক্রান্তের রহস‍্য মৃত‍্যু : তদন্তে পুলিশ

12th August 2020 2:06 pm কলকাতা
ফুলবাগান থানা এলাকায় করোনা আক্রান্তের রহস‍্য মৃত‍্যু : তদন্তে পুলিশ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফুলবাগান থানা এলাকায় করোনা আক্রান্তের রহস্যমৃত্যু। নারকেলডাঙা মেন রোডে অভিজাত আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেন ওই বৃদ্ধ। আইনি জটিলতার কারণে ফ্ল্যাটের মালিকানা এখনও পাননি। এই অবস্থায় গত ২৭ জুলাই ওই বৃদ্ধ ও তাঁর পরিবারের কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই ছিলেন বৃদ্ধ। আজ সকালে আবাসনের নীচে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাত তিনটে নাগাদ লিফটের ওঠানামা নজরে এসেছে বলে পুলিশের দাবি। এনিয়ে দানা বেঁধেছে রহস্য। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ডিসি ইএসডি।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।